• ঢাকা
  • বুধবার, ০৬ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২, ১১ সফর ১৪৪৬

হাজারীবাগে যুবকের ‍‍‘আত্মহত্যা‍‍’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৭, ২০২১, ০১:০২ পিএম
হাজারীবাগে যুবকের ‍‍‘আত্মহত্যা‍‍’

রাজধানীর একটি বাড়িতে গলায় ফাঁস দিয়েছেন পিয়াস খন্দকার (২৬)। শনিবার (৭ আগস্ট) সকালে হাজারীবাগের মনেশ্বর প্রথম লেনের ১৩ নম্বর বাসার দোতলায় এ ঘটনা ঘটে।

পিয়াস ফরিদপুরের ভাঙ্গা থানার বাততুরা গ্রামের গিয়াস খন্দকারের ছেলে। তিনি একটি স্বর্ণের দোকানে কাজ করতেন। তার একটি সন্তানও রয়েছে।

পরিবারের দাবি, পিয়াস ‘আত্মহত্যা’ করেছেন। পরিবারের সদস্যরা জানান, অচেতন অবস্থায় পিয়াসকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক সকাল সাড়ে ১০টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা গিয়াস খন্দকার জানান, শুক্রবার (৬ আগস্ট) রাতে তারা সবাই খাবার খেয়ে ঘুমাতে যান। তার ছেলে পিয়াসও নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন। সকালের দিকে ওই কক্ষে গিয়ে দেখতে পান পিয়াস ব্যালকনিতে গ্রিলের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়েছেন।

ঢাকা মেডিকেল হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটির ময়নাতদন্ত হবে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!